-->

Bondhu Lyrics | বন্ধু লিরিক্স | Abar Bochor Koori Pore

Bondhu Lyrics,বন্ধু লিরিক্স,Abar Bochor Koori Pore movie lyrics,বন্ধু, তুই আমার চেনা,বন্ধু, তুই যে বড্ড চেনা,bondhu tui je boddo chena,bondhu tui cena

Bondhu Lyrics | বন্ধু লিরিক্স | Abar Bochor Koori Pore

 "Bondhu (বন্ধু)"

গান কৃতজ্ঞতা:

Song: Bondhu (বন্ধু )
Singer: Sidhu, Pota & Shaoni Mojumdar (সিধু, পটা ও শাওনি মজুমদার)
Lyrics: Ranajoy Bhattacharjee (রণজয় ভট্টাচার্য)
Music: Ranajoy Bhattacharjee (রণজয় ভট্টাচার্য)

Bondhu Lyrics (বন্ধু লিরিক্স) In Bengali

সেই কবেকার জানাশোনা 
মনের প্রান্তে আনাগোনা,
বন্ধু, তুই আমার চেনা। 

পিছু টানলেও কি ফিরবি না ?
ডাইরির পাতা যে গোনা,
বন্ধু, তুই আমার চেনা।। 

ইস্কুল করিডোর জুড়ে 
চুম্বন অভিমান রয়েছে পড়ে,
এখনো পড়ে .. 
ফাঁকা ক্লাসরুমের ছাদে 
মন এখনো কাঁদে,
শূন্যতা আঁকড়ে ধরে, আঁকড়ে ধরে। 

কান্না চেপেও আনবোনা 
ভুল বোঝার যন্ত্রনা,
বন্ধু, হাত টা ধরবি না ?
পিছু টানলেও কি ফিরবি না ?
ডাইরির পাতা যে গোনা,
বন্ধু, তুই যে বড্ড চেনা।। 

চারদেয়ালে বন্দি আমরা সবাই 
চারকোনার ওই কোলাজ ফ্রেমে 
চলো ফিরে যাই,
মুহূর্তরা এগোচ্ছিল শুধু সময় নাবিক 
পেছনে হাঁটে,
সঙ্গে ফেলে আসা জাহাজের খোঁজ। 

আজ এই গান কি শুনবি না?
আর একবারও গাইবি না ? 
বন্ধু, তুই যে আমার চেনা। 
পিছু টানলেও কি ফিরবি না ?
ডাইরির পাতা যে গোনা,
বন্ধু, তুই যে বড্ড চেনা।। 

Photo Credit: Innovative Music