Tomake Lyrics (তোমাকে লিরিক্স) | Warfaze | Mizan
"Tomake (তোমাকে)"
গান কৃতজ্ঞতা:
Song: Tomake (তোমাকে)
Singer: Mizan (মিজান)
Lyrics: Shams (শামস)
Tune & Composition: Shams (শামস)
Album: Pothchola (পথচলা)
Band: Warfaze (ওয়ারফেজ)
Tomake Lyrics (তোমাকে লিরিক্স) In Bangla
শুধু শুধুই ভাবনা,
যেতে চাইলে যাও চলে যাও।।
তবু কেন এ কান্না?
জানি ভাল থাকতে।।
শুধু বলোনা ভুলতে,
চাইনা বাঁচার উপদেশ।।
দিন এমনিই কাঁটবে,
খেয়ালের ফাঁদে।।
চাইনা বাঁচার উপদেশ।।
দিন এমনিই কাঁটবে,
খেয়ালের ফাঁদে।।
তোমাকে,মনে পড়বে,
যখনিই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যখনিই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যে মোহের বন্যায়,
ভেসে যাওয়ায় ধন্য হলে।।
তাতে পারিনি ভাসতে,
অস্তিত্ব ভুলে,ভুলে।।
ভেসে যাওয়ায় ধন্য হলে।।
তাতে পারিনি ভাসতে,
অস্তিত্ব ভুলে,ভুলে।।
তাই বলোনা চলতে,
স্থবিরতা-ই সঙ্গী হলে।।
মন পড়েই থাকলে,
হতাশার ফাঁদে।।
স্থবিরতা-ই সঙ্গী হলে।।
মন পড়েই থাকলে,
হতাশার ফাঁদে।।
তোমাকে,মনে পড়বে,
যখনিই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যখনিই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যে যায়,যাওয়ার পথে,
দেয়াল হবার কোন স্বপ্ন নাই।।
যতই কাঁদাও আমায়,
চলি একা পথে।।
দেয়াল হবার কোন স্বপ্ন নাই।।
যতই কাঁদাও আমায়,
চলি একা পথে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
Photo Credit: Warfaze TV
যখনই জ্যোৎস্না হাসে।।
তোমাকে,মনে পড়বে,
যখনই আকাশ ভেঙ্গে,
বর্ষা কাঁদে।।
Post a Comment