Brishti Tomake Dilam Lyrics(বৃষ্টি তোমাকে দিলাম লিরিক্স) | Srikanto
"Brishti Tomake Dilam (বৃষ্টি তোমাকে দিলাম)"
গান কৃতজ্ঞতা:
Song: Brishti Tomake Dilam (বৃষ্টি তোমাকে দিলাম)
Singer: Srikanto Acharya (শ্রীকান্ত আচার্য)
Lyrics: Lilamoy Patra (লিলাময় পাত্র)
Tune & Composition: Joy Sarkar (জয় সরকার)
Brishti Tomake Dilam Lyrics(বৃষ্টি তোমাকে দিলাম লিরিক্স) In Bengali
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
শুধু শ্রাবন সন্ধ্যাটুকু,
তোমার কাছে চেয়ে নিলাম।।
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি,
বাতাসের বাশিতে কান পেতে থাকি।।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি,
বাতাসের বাশিতে কান পেতে থাকি।।
তাকেই কাছে ডেকে,
মনের আঙ্গিনা থেকে,
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।।
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
তোমার হাতেই হোক রাত্রি রচনা,
এ আমার স্বপ্ন সুখের ভাবনা।।
তোমার হাতেই হোক রাত্রি রচনা,
এ আমার স্বপ্ন সুখের ভাবনা।।
চেয়েছি পেতে যাকে,
চাইনা হারাতে তাকে,
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।।
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু,
তোমার কাছে চেয়ে নিলাম।।
আমার সারাটা দিন,
মেঘলা আকাশ, বৃষ্টি,
তোমাকে দিলাম।।
Photo Credit: Shemaroo Bengali Music
Post a Comment