Chithi Chithi Din Lyrics | চিঠি চিঠি দিন লিরিক্স | Hridpindo
"Chithi Chithi Din (চিঠি চিঠি দিন)"
গান কৃতজ্ঞতা:
Song: Chithi Chithi Din (চিঠি চিঠি দিন )
Singer: Chandrika Bhattacharya (চন্দ্রিকা ভট্টাচার্য)
Lyrics: Tamoghno Chatterjee (তমোঘ্ন চ্যাটার্জী)
Chithi Chithi Din Lyrics (চিঠি চিঠি দিন লিরিক্স) In Bengali
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
কিছু হাওয়ায়, কিছু ছোঁয়ায়
কোথায় ভেসে যায় ব্যাকরণ,
কিছু কথায়, কিছু ব্যাথায়
ভীষণ মন কেমন,
কোনো গানে, কে গোপনে
কেউ নিজেরই মানে কুড়িয়ে নেয়,
কেন ভীড়ে, বুক চিরে
পিছনে হেঁটে যায়
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।
মনের কোনো তাকে, পুরোনো আমিটাকে
ডেকেছে আজকে বিকেল,
আজ দরজাতে, বিনা খরচাতে
ইতিহাস পার্সেল
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমিটা বলি
তুই ছিলি আমারই মতন।
Photo Credit: Melody বাংলা
Post a Comment