-->

Assash Lyrics | আশ্বাস লিরিক্স | Noble Man

Assash Lyrics,আশ্বাস লিরিক্স,Noble Man,নিজের বলতে কেউ নেই নিজেই নিজের ছায়া,তোমরা সবাই বেঁচে আছো একটাই আশ্বাস,কেউ আসে কেউ যায় এমন নিয়মে তুমিও তাই

Assash Lyrics | আশ্বাস লিরিক্স | Noble Man

 "Assash (আশ্বাস)"

গান কৃতজ্ঞতা:

Song: Assash (আশ্বাস )
Singer: Mainul Ahsan Noble (মাইনুল আহসান নোবেল)
Lyrics: Abdulah Al Mamun (আব্দুলাহ আল মামুন)
Music: Salman Jaim (সালমান জাইম)

Assash Lyrics (আশ্বাস লিরিক্স) In Bengali

নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
নুইয়ে পড়া গাছ একটা আকাশ
হয়ে গেছে যারা। 

নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
পুড়ে গেছে আলো লক্ষ্যহীন
আমি একলা এক তারা। 

নদীর ঢেউ এ মন ভেজাবে
নদীর ঢেউ নেই,
ভাঙ্গা সাঁকো দাড়িয়ে আছে
আর ভাঙ্গার কিছু নেই। 

অন্ধকারে নিভে গেছে
জীবিত লাশের শ্বাস,
তোমরা সবাই বেঁচে আছো
একটাই আশ্বাস। 

কেউ আসে কেউ যায়
এমন নিয়মে তুমিও তাই,
পড়ে গেছি এই জীবনের ফাঁকে 
আমার ছবি বা কে আঁকে। 

আমি মরে গেলে বেঁচে যাবো 
মরে গেলে বেঁচে,
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে ..

Photo Credit: Boss Multimedia