Jogot Shaje Brindabon | জগৎ সাজে বৃন্দাবন | Iman Chakrabarty
"Jogot Shaje Brindabon (জগৎ সাজে বৃন্দাবন)"
গান কৃতজ্ঞতা:
Singer: Iman Chakrabarty (ইমন চক্রবর্তী)
Lyrics: Akash Chakrabarty (আকাশ চক্রবর্তী)
Music Composition: Nilanjon Ghosh (নীলাঞ্জন ঘোষ)
Jogot Shaje Brindabon Lyrics (জগৎ সাজে বৃন্দাবন লিরিক্স) In Bengali
কেউ দিলো তার আদর গায়ে
নীল আকাশের রং,
কেউ দিলো তার চুলের ভাঁজে
ময়ূরপাখার ঢং,
কেউবা দিলো হাতের বাঁশি
গোঠের রাখাল নাম,
কেউ ডেকেছে কৃষ্ণ বলে
কেউবা ঘনশ্যাম।
ওসব ছেড়ে ভিতর ঘরে
দেখ তাকিয়ে মন,
কোন প্রেমিকের লীলায় জগৎ
সাজে বৃন্দাবন,
(কোন প্রেমিকের লীলায় জগৎ
সাজে বৃন্দাবন)।
কোন প্রেমিকের অবুঝ ডাকে
বিরহী সুর মর্মে জাগে,
আঁধার রাতে যায় মিলিয়ে
ঝড় তুফানের ভয়,
কার ডাকে মন ভাবসাগরে
নীল যমুনা হয়,
(কার ডাকে মন ভাবসাগরে
নীল যমুনা হয়)।
কোন সে কালার অভিসারে
যায় রে ত্রিভুবন,
কোন প্রেমিকের লীলায় জগৎ
সাজে বৃন্দাবন,
(কোন প্রেমিকের লীলায় জগৎ
সাজে বৃন্দাবন)।
প্রেমানন্দে মাতোয়ারা, প্রেমানন্দে আত্মহারা
প্রেমানন্দে চেতন হারা, প্রেমানন্দে বাঁধন ছাড়া,
(প্রেমানন্দে মাতোয়ারা, প্রেমানন্দে আত্মহারা
প্রেমানন্দে চেতন হারা, প্রেমানন্দে বাঁধন ছাড়া)
প্রেমানন্দে সকল হারা হয় রসিকের মন
(কোন প্রেমিকের লীলায় জগৎ
সাজে বৃন্দাবন)।
হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল।
Photo Credit: JSE Music
Post a Comment