-->

Bondhu Kala Chan Lyrics | বন্ধু কালাচাঁন লিরিক্স | Putul Sarkar

Bondhu Kala Chan Lyrics ,বন্ধু কালাচাঁন লিরিক্স,Putul Sarkar song lyrics,piriti shikhaiya amay pagol banaicho lyrics,mon thake na mone lyrics

 


"Bondhu Kala Chan (বন্ধু কালাচাঁন)"

গান কৃতজ্ঞতা:

Song: Bondhu Kala Chan (বন্ধু কালাচাঁন)
Singer: Putul Sarkar (পুতুল সরকার)
Lyrics: Moshiur Rahman (মশিউর রহমান)
Production: Sadia VCD centre (সাদিয়া ভিসিডি সেন্টার)

Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন লিরিক্স) In Bengali


বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। 

প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে। 

প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে। 

যৌবনেরও সুখ, এ বুকে লুকাইছো
যৌবনেরও সুখ এ বুকে লুকাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 

যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন। 

যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন।

ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো
ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচান কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 

তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া তোমার শনে
গাইবো আমি গান। 

তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া গাইবো আমি 
তোমার শনে গান। 

মসিউরের যৌবন উতালা কইরাছো
মসিউরের যৌবন উতালা কইরাছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 


Photo Credit: Sadia VCD Centre