Mon Bojhe Na Lyrics (মন বোঝে না লিরিক্স) | Mahtim Sakib | Love & Crush
গান কৃতজ্ঞতা
Song: Mon Bojhe Na (মন বোঝে না)
Singer: Mahtim Sakib (মাহতিম সাকিব)
Lyrics: Saad Bin Alam (সাদ বিন আলম)
Tune & Composition: Piran Khan (পিরান খান)
Natok: Love vs Crush (লাভ vs ক্রাশ)
Mon Bojhe Na Lyrics (মন বোঝে না লিরিক্স) In Bengali
মন বোঝে না মনকে আর,
মন খোঁজে শুধু তোমাকে।।
দুঃখে এখনও ভয় হয় না,
সুখ খুঁজি তোমার দেয়া দুঃখে।।
মন বোঝে না মনকে আর,
মন খোঁজে শুধু তোমাকে।।
দুঃখে এখনও ভয় হয় না,
সুখ খুঁজি তোমার দেয়া দুঃখে।।
ডাক পাঠালাম রঙিন পাখির,
ডানায় রং ছুড়ে।।
বুকের ভেতর শুন্যতাটা,
কারো কি কথা শোনে।।
ডাক পাঠালাম রঙিন পাখির,
ডানায় রং ছুড়ে।।
বুকের ভেতর শুন্যতাটা,
কারো কি কথা শোনে।।
তুমি ছাড়া।।
বদলে গেছে সব কিছু,
বদলে গেছি এই আমি।।
হাসিরেখা ফিরে এসেছে,
ঠোঁটে আমার হাসি হয়ে তুমি।।
জানি কেটে যাবে এ প্রহর,
সব রয়ে যাবে স্মৃতিতে।।
তবু পারবে কি তুমি,
সহজে ভুলে যেতে আমাকে??
ডাক পাঠালাম রঙিন পাখির,
ডানায় রং ছুড়ে।।
বুকের ভেতর শুন্যতাটা,
কারো কি কথা শোনে।।
ডাক পাঠালাম রঙিন পাখির,
ডানায় রং ছুড়ে।।
বুকের ভেতর শুন্যতাটা,
কারো কি কথা শোনে।।
তুমি ছাড়া।।
Photo Credit: CD CHOICE Drama
Post a Comment