-->

Rupali Guitar Lyrics (রুপালি গিটার লিরিক্স) | Ayub Bacchu | LRB

ei rupali guitar lyrics,rupali guitar lyrics,rupali guitar bacchu lyrics,rupali guitar lrb lyrics
Rupali Guitar Lyrics (রুপালি গিটার লিরিক্স) | Ayub Bacchu | LRB

"Rupali Guitar (রুপালি গিটার)"

গান কৃতজ্ঞতা:

Song: Rupali Guitar (রুপালি গিটার)
Singer: Ayub Bacchu (আইয়ুব বাচ্চু)
Lyrics: Kawsar Ahmed (কাওসার আহমেদ)
Tune & Composition: Ayub Bacchu (আইয়ুব বাচ্চু)
Album: Ferari Mon (ফেরারী মন)
Band: LRB (এলআরবি)

Rupali Guitar Lyrics (রুপালি গিটার লিরিক্স)


এই রুপালি গিটার ফেলে,
একদিন চলে যাব দুরে, বহুদূরে।। 
সেদিন চোখে অশ্রু তুমি রেখো,
গোপন করে।।

এই রুপালি গিটার ফেলে,
একদিন চলে যাব দুরে, বহুদূরে।। 
সেদিন চোখে অশ্রু তুমি রেখো,
গোপন করে।।

মনে রেখো তুমি,
কত রাত,কত দিন,
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন।।
অধরে তোমার ফোঁটাতে হাসি,
চলে গেছি আমি,
সুর থেকে কত সুরে।।

এই রুপালি গিটার ফেলে,
একদিন চলে যাব দুরে, বহুদূরে।। 
সেদিন চোখে অশ্রু তুমি রেখো,
গোপন করে।।

শুধু ভেবো তুমি,
অপরাধ ছিল কার?
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন।।
বেদনা আমার হয়েছে সাথী,
চলে গেছি আমি,
কোন স্মৃতি পুরে।।

এই রুপালি গিটার ফেলে,
একদিন চলে যাব দুরে, বহুদূরে।। 
সেদিন চোখে অশ্রু তুমি রেখো,
গোপন করে।।

এই রুপালি গিটার ফেলে,
একদিন চলে যাব দুরে, বহুদূরে।। 
সেদিন চোখে অশ্রু তুমি রেখো,
গোপন করে।।


Photo credit: Open Music