Jokhon Somoy Thomke Daray Lyrics (যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স) | Nachiketa Chakraborty
"Jokhon Somoy Thomke Daray (যখন সময় থমকে দাঁড়ায়)"
গান কৃতজ্ঞতা:
Song: Jokhon Somoy Thomke Daray (যখন সময় থমকে দাঁড়ায়)
Singer: Nachiketa Chakraborty (নচিকেতা চক্রবর্তী)
Lyrics: Nachiketa Chakraborty (নচিকেতা চক্রবর্তী)
Tune & Composition: Nachiketa Chakraborty (নচিকেতা চক্রবর্তী)
Jokhon Somoy Thomke Daray Lyrics (যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স) In Bengali
যখন সময় থমকে দাঁড়ায়,
যখন সময় থমকে দাঁড়ায়,
নিরাশার পাখি দু’হাত বাড়ায়।।
যখন সময় থমকে দাঁড়ায়,
নিরাশার পাখি দু’হাত বাড়ায়।।
খুঁজে নিয়ে মন নির্জন কোন,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
যখন আমার গানের পাখি,
শুধু আমাকেই দিয়ে ফাঁকি।।
যখন আমার গানের পাখি,
শুধু আমাকেই দিয়ে ফাঁকি।।
সোনার শিকলে ধরা দেয় গিয়ে,
আমি শূন্যতা ঢাকি।।
যখন এঘরে ফেরে না সে পাখি,
যখন এঘরে ফেরে না সে পাখি,
নিস্ফল হয় শত ডাকাডাকি।।
খুঁজে নিয়ে মন নির্জন কোন,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
যখন এ-মনে প্রশ্নের ঝড়,
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর।।
যখন এ-মনে প্রশ্নের ঝড়,
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর।।
তখন বাতাস অন্য কোথাও,
শোনায় তার উত্তর।।
যখন আমার ক্লান্ত চরন,
যখন আমার ক্লান্ত চরন,
অবিরত বুকে রক্ত-ক্ষরন।।
খুঁজে নিয়ে মন নির্জন কোন,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
যখন সময় থমকে দাড়ায়,
নিরাশার পাখি দু’হাত বাড়ায়।।
যখন সময় থমকে দাড়ায়,
নিরাশার পাখি দু’হাত বাড়ায়।।
খুঁজে নিয়ে মন নির্জন কোন,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন।।
Photo credit: Saregama Bengali
Post a Comment