Taray Taray Dilam Bole Lyrics | তারায় তারায় দিলাম বলে লিরিক্স | Time Up Web Series
"Taray Taray Dilam Bole (তারায় তারায় দিলাম বলে)"
গান কৃতজ্ঞতা:
Song: Taray Taray Dilam Bole (তারায় তারায় দিলাম বলে)
Singer: Arob Dey & Sumedha Sengupta (আরব দে ও সুমেধা সেনগুপ্ত)
Lyrics: Arob Dey (আরব দে)
Music: Arob Dey (আরব দে)
Taray Taray Dilam Bole Lyrics (তারায় তারায় দিলাম বলে লিরিক্স) In Bengali
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না,
এ মুখচোরা, গোলাপতোড়া,
দেবে কিভাবে যে তোমায়।
বাউন্ডুলে এমন ছেলের
কাছে কেন যে এলে,
হাজার বছর আঁধার ছিল
আলো দিয়েছো জ্বেলে,
সময় যদি হতো নদী
নোঙর যে দিতাম ফেলে।
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না।।
হারাই যদি ভিড়ের মাঝে
খুঁজে নিও বুকের কাছে,
বন্দী করে যন্ত্রণাকে
তোমায় দিলাম এই ঝিনুকে,
তোমায় ছাড়া, আর তো কিছুই,
চাইনা তোমার থেকে।
তোমার আসার খবর বাতাস
নিয়ে আসে যে বয়ে,
বলার ছিল কথার পাহাড়
শব্দেরা যায় হারিয়ে,
এ মুগ্ধতা, যে রূপকথার,
মতোই অলীক মনে হয়।
তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না।।
Photo Credit: CONFUSED Picture
Post a Comment