-->

Opekkhay Tomar Lyrics | অপেক্ষায় তোমার লিরিক্স | Rishi Panda

Opekkhay Tomar Lyrics,অপেক্ষায় তোমার লিরিক্স,শেষের আকাশ, বিমর্ষ আলোয় মেঘের পথে জোছনা, স্তব্ধ হৃদয়ের, নির্গত নেশায় আঁধার রাতের নীলিমা

Opekkhay Tomar Lyrics | অপেক্ষায় তোমার লিরিক্স | Rishi Panda

 "Opekkhay Tomar (অপেক্ষায় তোমার)"

গান কৃতজ্ঞতা:

Song: Opekkhay Tomar (অপেক্ষায় তোমার)
Singer: Rishi Panda (রিশি পান্ডা)
Lyrics: Somrik Dinda (সমরিক ডিন্ডা)
Music: 
Somrik Dinda (সমরিক ডিন্ডা)

Opekkhay Tomar Lyrics (অপেক্ষায় তোমার লিরিক্স) In Bengali

শেষের আকাশ, বিমর্ষ আলোয়
মেঘের পথে জোছনা,
স্তব্ধ হৃদয়ের, নির্গত নেশায়
আঁধার রাতের নীলিমা। 

অলেখা লিপির, অর্থে অভাব
নিঃসঙ্গ স্মৃতির ছোঁয়া,
সংগৃহীত, চিঠির খামে
প্রণয়ের চাওয়া পাওয়া ..

অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার।।

ঠোঁটের মাঝে, স্নিগ্ধ হাসি
আলো ফোটে উষ্ণতায়,
তোমার আমার, গল্পের শেষে
সময়ও হেসে বেড়ায়। 

বিষন্নতায়, নিরব শহর 
সুখে তুমি নারাজ,
ভেসে চলা, তরির সাথে
ডুবলো সে দস্যু জাহাজ .. 

অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন, পাড়ি দেয়,
প্রত্যুষের আলোর আঁধারে
অপেক্ষায় তোমার। 

অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার।।

Photo Credit: Rishi Mixtape