Mukhosh Title Song Lyrics | মুখোশ লিরিক্স | Noble Man
"Mukhosh (মুখোশ)"
গান কৃতজ্ঞতা:
Song: Mukhosh (মুখোশ )
Singer: Mainul Ahsan Noble (মাইনুল আহসান নোবেল)
Lyrics: Abraham Tamim (আব্রাহাম তামিম)
Music: Ahmmed Humayun (আহমেদ হুমায়ুন)
Mukhosh Lyrics (মুখোশ লিরিক্স) In Bengali
দিশেহারা সময় মিথ্যার অন্ধকারে
খুঁজে চলেছি আমায়,
হিংস্র মুখোশের ছোবলে স্বপ্নের হাহাকার
নকল মানুষের ভিড়ে
বেচতে বসেছি কান্না আমার।
মাতাল শূন্যতায় মানুষের ভেতর
মানুষ কেমন অমানুষ হয়ে যায়,
বিশ্বাস পুড়ে ছাই নিশ্চুপ বয়ে যায়
পাথর জীবন গুনছে দিন
মৃত্যুর কিনারায় ...
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
অশান্তরা কেঁদে ওঠে বোবা যন্ত্রণায়
আমিও হারিয়েছি মুখে মুখোশের খেলায়,
অবিরাম রাত কাটছে নতুন ভোরের আশায়।
কিভাবে দৃশ্যরা হারিয়ে যায় শহরের মগ্নতায়
মায়াডোরে স্বপ্ন বাঁধা সব ছলনাময়।
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
Photo Credit: Tiger Media
Post a Comment