Ojut Lokkho Nijut Koti Lyrics (অযুত লক্ষ নিযুত কোটি লিরিক্স) | Hasan | ARK
"Ojut Lokkho Nijut Koti (অযুত লক্ষ নিযুত কোটি)"
গান কৃতজ্ঞতা:
Song: Ojut Lokkho Nijut Koti (অযুত লক্ষ নিযুত কোটি)
Singer: Hasan (হাসান)
Lyrics: Arman Khan (আরমান খান)
Tune & Composition: Arman Khan (আরমান খান)
Album: Tin Shotti (তিন সত্যি)
Band: ARK (আর্ক)
Ojut Lokkho Nijut Koti Lyrics (অযুত লক্ষ নিযুত কোটি লিরিক্স) In Bangla
শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত,
শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত,
আমার এ প্রেম তোমার প্রেম,
রবে যে অনন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত
আমার এ প্রেম তোমার প্রেম,
রবে যে অনন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
রোদ নয় বৃষ্টি নয়,
রাঙ্গাবো দিগন্ত।।
রোদ নয় বৃষ্টি নয়,
রাঙ্গাবো দিগন্ত।।
টংকা বাজিয়ে বাসর সাজিয়ে,
রবোনা ঘুমন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
রোদ নয় বৃষ্টি নয়,
রাঙ্গাবো দিগন্ত।।
টংকা বাজিয়ে বাসর সাজিয়ে,
রবোনা ঘুমন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
ছাই নয় দাস্য নয়,
হৃদয়টা জলন্ত।।
ছাই নয় দাস্য নয়,
হৃদয়টা জলন্ত।।
সুখের আগুনে পুড়বো দুজনে,
রবো যে জীবন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
ছাই নয় দাস্য নয়,
হৃদয়টা জলন্ত।।
সুখের আগুনে পুড়বো দুজনে,
রবো যে জীবন্ত।।
ফুলে ফুলে উড়ে প্রজাপতি উড়ে,
বেঁধেছে নতুন জুটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
তোমায় আমি ভালোবাসি,
অযুত লক্ষ নিযুত কোটি।।
Photo Credit: Hasan - Topic
Post a Comment