-->

Binodini Rai Lyrics | বিনোদিনী রাই লিরিক্স | Sabbir & Sampa

Binodini Rai Lyrics,বিনোদিনী রাই লিরিক্স,Sabbir & Sampa song lyrics,jane malik shai lyrics,tomar tore jonmo amar lyrics

Binodini Rai Lyrics | বিনোদিনী রাই লিরিক্স | Sabbir & Sampa

"Binodini Rai (বিনোদিনী রাই)"

গান কৃতজ্ঞতা:

Song: Binodini Rai (বিনোদিনী রাই)
Singer: Sabbir Nasir & Sampa Biswas (সাব্বির নাসির ও শম্পা বিশ্বাস)
Lyrics: Plabon Koreshi (প্লাবন কোরেশী)
Tune & Composition: Plabon & Ashik (প্লাবন ও আশিক)

Binodini Rai Lyrics (বিনোদিনী রাই লিরিক্স) In Bengali


ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই।

ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই,
ওগো, তোমার তরে জন্ম আমার 
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার 
জানে মালিক সাঁই।
মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই।। 

বাঁকা ভুরু কাজল কালো
যতো দেখি লাগে ভালো গো,
চোখে তোমার প্রেমের ছায়া
দিনে দিনে বাড়ে মায়া গো,
এগো, কতো মানুষ দুনিয়াতে
তোমার মতো নাই,
এগো, কতো মানুষ দুনিয়াতে
তোমার মতো নাই।

ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই,
ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই।।

ঠোঁটের কোনে মিষ্টি হাসি 
সে‌ই হাসিতে মন উদাসী গো, 
আলতারাঙা চরণতলে
থোকায়-থোকায় জোনাক জ্বলে গো,
এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই,
এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই। 

মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই,
এগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই।

ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
মনচোরা কানাই
রবি-শশী জানে আমি 
তোমায় শুধু চাই,
ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই।। 


Photo Credit: Sabbir Nasir