-->

Amar Ami Lyrics | আমার আমি লিরিক্স | Rahul Dutta & Kajol Chatterjee

Amar Ami Lyrics,আমার আমি লিরিক্স,Rahul Dutta & Kajol Chatterjee,তোমার পাশে বসতে চায়,আমার আমি হোঁচট খেলে,amar ami hochot khele,tomar pashe boshte chay

Amar Ami Lyrics | আমার আমি লিরিক্স | Rahul Dutta & Kajol Chatterjee

"Amar Ami (আমার আমি)"

গান কৃতজ্ঞতা:

Song: Amar Ami (আমার আমি)
Singer: Rahul Dutta & Kajol Chatterjee (রাহুল দত্ত ও কাজল চ্যাটার্জী)
Lyrics: Aviman Paul (অভিমান পাল)
Music Composition: 
Aviman Paul (অভিমান পাল)

Amar Ami Lyrics (আমার আমি লিরিক্স) In Bengali 

আমার আমি হোঁচট খেলে
তোমার তুমি হাত বাড়ায়,
আমার আমি মন খারাপে
তোমার পাশে বসতে চায়। 

আমার বিকেল সন্ধ্যে হলে
তোমার নীড়ে ফিরতে চায়,
কান্না পেলে আমার মেঘ
তোমার হাওয়ায় ডাক পাঠায়। 

আমার যত মিথ্যে ফানুস 
তোমার ছাদে হোক জমা,
আমার সকল ভুলের খাতা
তোমার কাছে হোক ক্ষমা। 

আমার চোখে নামলে আঁধার 
তোমার আলোয় পথ দেখাও,
তোমার সাথে পা মেলাবো
আমায় তোমার সঙ্গে নাও। 

ঝড়ের মুখে নাবিক যেমন 
সাগর দেখে দূরবীনে,
কান্না হাসির পথের বাঁকে 
দাঁড়িয়ে থেকো শেষ দিনে। 

তোমার আলোয় নতুন করে 
দুনিয়াদারী দেখবো তাই,
আমার মনের দেওয়াল জুড়ে
তোমার প্রিয় রঙ লাগাই। 

আমার আমি হোঁচট খেলে
তোমার তুমি হাত বাড়ায়,
আমার আমি মন খারাপে
তোমার পাশে বসতে চায়।

Chiro Odhora Lyrics is here

Photo Credit: Aviman