E Tumi Kemon Tumi Lyrics (এ তুমি কেমন তুমি লিরিক্স) | Rupankar | Jaatishwar
"E Tumi Kemon Tumi (এ তুমি কেমন তুমি)"
গান কৃতজ্ঞতা:
Song: E Tumi Kemon Tumi (এ তুমি কেমন তুমি)
Singer: Rupankar Bagchi (রুপঙ্কর বাগচি)
Lyrics: Kabir Suman (কবির সুমন)
Tune & Compose: Kabir Suman (কবির সুমন)
Label: T-Series (টি-সিরিজ)
E Tumi Kemon Tumi Lyrics (এ তুমি কেমন তুমি লিরিক্স) In Bangla
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন,
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।।
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন,
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।।
কথা নয় নিরবতায় সজলতার আঁখর ভরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।।
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।।
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ,
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন।।
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ,
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন।।
ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।।
Photo Credit: Durnibar Official
Post a Comment