-->

Tor Moto Amake Lyrics | তোর মতো আমাকে লিরিক্স | Shaan Movie Song

Tor Moto Amake Lyrics,তোর মতো আমাকে লিরিক্স,Shaan Movie Song lyrics,তোর মত আমাকে মানিয়ে নেবো,বাচঁবো না তুই বিহীন,হয়েছি আমি বিলীন,তোর মনের ভেতরে

Tor Moto Amake Lyrics | তোর মতো আমাকে লিরিক্স | Shaan Movie Song

 

"Tor Moto Amake (তোর মতো আমাকে)"

গান কৃতজ্ঞতা:

Song: Tor Moto Amake (তোর মতো আমাকে)
Singer: Imran Mahmudul & Kona (ইমরান মাহমুদুল ও কনা)
Lyrics: A Mizan (এ মিজান)
Music Composition: 
Ahmmed Humayun (আহমেদ হুমায়ুন)

Tor Moto Amake Lyrics (তোর মতো আমাকে লিরিক্স) In Bengali 

তোর মত আমাকে মানিয়ে নেবো 
ভালোবাসি যে তোকে
জানিয়ে দেবো,
তোর মনের ভেতরে
সাজানো সব প্রহরে,
হয়েছি আমি বিলীন
বাচঁবো না তুই বিহীন। 

রুপালী সুখের আলোয়
বেঁধেছিস তুই,
তুই ছাড়া মন কভু
বোঝেনা কিছুই। 

তোর মনের ভেতরে
সাজানো সব প্রহরে,
হয়েছি আমি বিলীন
বাচঁবো না তুই বিহীন,
হো, হয়েছি আমি বিলীন
বাচঁবো না তুই বিহীন। 

অচেনা মায়ার খোঁজে
ছোটে না আর মন,
তুই আমার জীবন জুড়ে
পুরোটাই প্রয়োজন। 

তোর মনের ভেতরে
সাজানো সব প্রহরে,
হয়েছি আমি বিলীন
বাচঁবো না তুই বিহীন,
হো, হয়েছি আমি বিলীন
বাচঁবো না তুই বিহীন।


Photo Credit: Jaaz Multimedia