-->

Raat Pohale Lyrics | রাত পোহালে লিরিক্স | Dracula Sir

Raat Pohale Lyrics,রাত পোহালে লিরিক্স,Dracula Sir,চাঁদ পোহালে আজ লিরিক্স,চাঁদ পোহালে আজ রাত পোহালে আজ লিরিক্স,ক হাজার ঘুম তার চিলেকোঠায় লিরিক্স

Raat Pohale Lyrics | রাত পোহালে লিরিক্স | Dracula Sir

"Raat Pohale (রাত পোহালে)"

গান কৃতজ্ঞতা:

Song: Raat Pohale (রাত পোহালে)
Singer: Ishan Mitra (ঈশান মিত্র)
Lyrics: Debaloy Bhattacharya (দেবালয় ভট্টাচার্য)
Music Composition: 
Amit & Ishan (অমিত ও ঈশান)

Raat Pohale Lyrics (রাত পোহালে লিরিক্স) In Bengali  

চাঁদ পোহালে আজ
রাত পোহালে আজ,
অন্ধ তারাও ঘরে ফিরে যায়
যা কিছু সব ভুল ঠিকানায়।
চাঁদ  ফুরোলে আজ 
রাত ফুরোলে  আজ,
নিঝুম পাড়া সব ভুলে যায়
যা কিছু রোদ সব বিছানায়। 

এখনও প্রায় অন্ধকার
ম্যাগাজিনে রাতের কভার,
একশো তিমি হচ্ছে শিকার
মহাজাগতিক সৎকার। 

তাও ক্ষয়ে যায়, সব
রাত সয়ে যায়
এক হাজার ঘুম তার চিলেকোঠায়,
তাও ক্ষয়ে যায়, সব
রাত সয়ে যায়
এক হাজার ঘুম তার চিলেকোঠায়,
সব ভুলে যায় ও.. সব ভুলে যায়,
সব ভুলে যায়, সব ভুলে যায়।

একা রাক্ষস ঘরে ফিরবে না
বাদুড়ের রাত তাকে ঘিরবে না,
বালিশের তুলো উড়ে
বরফের শহরটা ঢেকে যাবে
ছাই চাপা রাগে,
তাও ক্ষয়ে যায়, সব
রাত সয়ে যায় 
এক হাজার ঘুম তার চিলেকোঠায়। 

পুড়ে যাওয়া ঠোঁট আর
মুছে যাওয়া শোক আর,
একা রাক্ষস তার
বাড়ি খুঁজে যায়,
সব ভুলে যায় ও.. সব ভুলে যায়,
সব ভুলে যায়, সব ভুলে যায়।

Chiro Odhora Lyrics is here

Photo Credit: SVF