Pinjirar Pakhi Lyrics | পিঞ্জিরার পাখি লিরিক্স | Tanjib Sarowar
"Pinjirar Pakhi (পিঞ্জিরার পাখি)"
গান কৃতজ্ঞতা:
Song: Pinjirar Pakhi (পিঞ্জিরার পাখি)
Singer: Tanjib Sarowar (তানজিব সারোয়ার)
Lyrics: Mehedi Hassan Tamjid (মেহেদী হাসান তামজিদ)
Music Producer: Mehedi Hassan Tamjid (মেহেদী হাসান তামজিদ)
Pinjirar Pakhi Lyrics (পিঞ্জিরার পাখি লিরিক্স) In Bengali
ও.. ওরে পিঞ্জিরার পাখি
পিঞ্জিরা, পিঞ্জিরা।
ভুল কইরা ভালবাসলাম তোরে
ব্যথা দিয়া চইলা গেলি দূরে,
ভুল কইরা ভালবাসলাম তোরে
ব্যথা দিয়া চইলা গেলি দূরে,
এত কইরা বুঝাইলাম তোমারে
বুঝলিনা এই মন আর আমারে,
এত কইরা বুঝাইলাম তোমারে
বুঝলিনা এই মন আর আমারে।
পিঞ্জিরার পাখি, অন্তরে রাখি
ছাইরা দিলে উইরা যাইবো
যতনে রাখি।।
তোমার নাকে নোলক খোপায় ফুলটা দিতা
তুমি মুচকি হাইসা মুখ ফিরাইয়া লইতা,
তোমার নাকে নোলক খোপায় ফুলটা দিতা
তুমি মুচকি হাইসা মুখ ফিরাইয়া লইতা।
আমার সব হারাইয়া যাক
শুধু তুই পাশে থাক,
তরে রাখিব খুবই যতনে,
আমার সব হারাইয়া যাক
শুধু তুই পাশে থাক,
তরে রাখিব খুবই যতনে।
পিঞ্জিরার পাখি, অন্তরে রাখি
ছাইরা দিলে উইরা যাইবো
যতনে রাখি।।
Photo Credit: QMG Originals
Post a Comment