Mone Mone Lyrics | মনে মনে লিরিক্স | Tuhin | Eemce Mihad
"Mone Mone (মনে মনে)"
গান কৃতজ্ঞতা:
Song: Mone Mone (মনে মনে)
Singer: Abdul Kader Tuhin (আব্দুল কাদের তুহিন)
Lyrics: Abdul Kader Tuhin (আব্দুল কাদের তুহিন)
Music Composition: Eemce Mihad (এমকে মিহাদ)
Mone Mone Lyrics (মনে মনে লিরিক্স) In Bengali
রোদেলা দুপুর বেলায় buj
কোন সে ছায়া আসে যায়,
এ পথ ধরেই হেটেছিলাম
এক যে গোধূলি বেলায়,
এখনো সে সড়কের
বাতিগুলো জ্বলে নিভে,
তুমি নেই মানে কিছু নেই
পথ চেয়ে বলো কি হবে?
মনে মনে কত কথা
রেখেছিলি যে তুই,
কোনোভাবে কষ্ট গুলো
বুঝতে দাওনি কিছুই।।
পুরো অন্ধকার ঘর তোর আমার
কত অভিমান আছে আড়ালে,
কোনো রুপকথার দেশে আবার
তোকে খুঁজে পাই হাত বাড়ালে।
চিঠি আসবে না হয়তো বা আর
অশ্রু ভেজা তোর ওই খামে,
মনে লুকানো কথা হাজারো
শেষ হবে না যেনো অকালে।
মনে মনে কত কথা
রেখেছিলি যে তুই,
কোনোভাবে কষ্ট গুলো
বুঝতে দাওনি কিছুই।।
Photo Credit: Eemce Mihad
1 comment