Miche Mayar Shohore Lyrics | মিছে মায়ার শহরে লিরিক্স | Minar Rahman
"Miche Mayar Shohore (মিছে মায়ার শহরে)"
গান কৃতজ্ঞতা:
Song: Miche Mayar Shohore (মিছে মায়ার শহরে)
Singer: Minar Rahman (মিনার রহমান)
Lyrics: Minar Rahman (মিনার রহমান)
Music Composition: Minar Rahman (মিনার রহমান)
Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে লিরিক্স) In Bengali
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম,
রোদ মাখা বাতাসে সুবাসে
তোমার হাতে হাত রেখেছিলাম।
এই মিছে মায়ার শহরে
দুজনে কত পথ হেঁটেছিলাম,
অজানায় ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
ভুল যতো ছিল তোমার আমার
সব আজ ভুলে চলোনা,
সেই সব অভিমান ভুলে
মুছে যতো ঠুনকো ছলনা।
এই মিছে মায়ার শহরে
আবার চলো করি নতুন ঠিকানা।
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে এ এ এ ..
আজ ওই আকাশে
দেখো তারার মেলা,
মেঘে মেঘে স্মৃতির ভেলা,
দিন কেটে যায়, কত রাত চলে যায়
হৃদয়ে তোমার অপেক্ষা..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে ..
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম।
Photo Credit: Soundtek
Post a Comment