-->

Janina Ki Gaibo Ami Lyrics | জানিনা কি গাইবো আমি লিরিক্স

Janina Ki Gaibo Ami Lyrics,জানিনা কি গাইবো আমি লিরিক্স,vule gechi aj lyrics,ভুলে গাছি আজ,কেউ জানে না সেই সুর সব হারালো কোথায়,

Janina Ki Gaibo Ami Lyrics | জানিনা কি গাইবো আমি লিরিক্স

"Janina Ki Gaibo Ami (জানিনা কি গাইবো আমি)"

গান কৃতজ্ঞতা:

Song: Janina Ki Gaibo Ami (জানিনা কি গাইবো আমি)
Singer: Manu (মনু)
Lyrics: Gautam Susmit (গৌতম সুস্মিত)
Music Composition: 
S.P. Venkatesh (এস পি ভেঙ্কটেশ)

Janina Ki Gaibo Ami Lyrics (জানিনা কি গাইবো আমি লিরিক্স) In Bengali 

জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
জানি না কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
বুকে সুধু হাহাকার
সেইতো সাথি আমার,
কেমন করে ছিন্নবীনা  
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই 
সুর সব হারালো কোথায়। 

জন্ম দিলো যে 
সেই মা কে দেখিনি,
মা'র স্নেহ ভালবাসা কখোনো বুঝিনি। 
বুক চাপা কান্না 
আকাশে তারা দেখে,
জীবন পথে পথে
খুঁজে গেছি মা কে,
কেমন করে ছিন্নবীনা  
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই 
সুর সব হারালো কোথায় .. 
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ।

আ আ.. আ আ.. আ আ.. 

যাকে দেখে মা বলে
মনে মনে ডেকেছি,
সত্যি কি সে চরণ 
আমি ছুঁতে পেরেছি। 
হাত বাড়ালেও সেই
প্রতিমার ও চরণ, 
রয়ে যায় বহুদূর 
কপালের এ কি লিখন,
কেমন করে ছিন্নবীনা  
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই 
সুর সব হারালো কোথায়,
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ। 

Photo Credit: Eskay Movies