Hridpinder Taan Lyrics | হৃদপিন্ডের টান লিরিক্স | Durnibar Saha
"Hridpinder Taan (হৃদপিন্ডের টান)"
গান কৃতজ্ঞতা:
Song: Hridpinder Taan (হৃদপিন্ডের টান)
Singer: Durnibar Saha (দুর্নিবার সাহা)
Lyrics: Ranajoy Bhattacharjee (রণজয় ভট্টাচার্য)
Hridpinder Taan Lyrics (হৃদপিন্ডের টান লিরিক্স) In Bengali
সন্ধ্যে হলো, ফিরে আয়
নিজের কাছে এই ঘরের কোনায়,
প্রশ্ন যত নীরব হাওয়ায়
উত্তর সব তোর দু'ডানায়।
রোজ বাঁধি বুক, হাত বাঁধা প্রাণ
চোখের কোনে মেঘ সে আবহমান,
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।
মুখ ঢাকা ঘুমে, এই দূর মরশুমে
তোর লিখে রাখা নাম টুকু থাক,
এক নিমেষে এ জীবন ভালোবেসে
আমি শুনে নেবো আদরের ডাক।
হাতে হাত রাখা হয়নি বহুদিন
অভিমানে জেগে আছে রাত,
সবটুকু চাই, কিভাবে যে পাই
তোকে কি করে বোঝাই?
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।
Photo Credit: gdn8
Post a Comment