Happy New Year Lyrics | হ্যাপি নিউ ইয়ার লিরিক্স | Anupam Roy
"Happy New Year (হ্যাপি নিউ ইয়ার)"
গান কৃতজ্ঞতা:
Song: Happy New Year (হ্যাপি নিউ ইয়ার)
Singer: Anupam Roy (অনুপম রায়)
Lyrics: Anupam Roy (অনুপম রায়)
Music Composition: Subhajit Mukherjee (শুভজিত মুখার্জী)
Happy New Year Lyrics (হ্যাপি নিউ ইয়ার লিরিক্স) In Bengali
যাচ্ছে চলে যাচ্ছে যাক
যে যার মতো হাঁটতে থাক
আজকে যে 31st এর রাত,
আমি একা বাড়িতেই
আমার কোথাও যাওয়ার নেই
প্রতি বছরই নিজের ছায়ার সঙ্গে আঁতাত।
নতুন বছর দিচ্ছে ডাক
যে যার ছাদেই নাচতে থাক
বারোটা বাজতে দেরি নেই,
একা একা আমিও
নাচছি পারলে থামিও
বাড়ছে বয়স আমারও দেখতে দেখতে।
মন তোমার ..
যদি চায় তবে দেখা করে যেও,
আমিও তো চাই,
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি।।
Whiskey বোঝে দুঃখ সুখ
রাতের নেশায় শেষ চুমুক
কাল কিছু মনে থাকবে না,
জানলা দিয়ে দেখতে যাই
স্মৃতির বাক্সে হোঁচট খাই
যন্ত্রনা হবে কি?
কেউ খবর রাখবে না।
মন তোমার ..
যদি চায় তবে দেখা করে যেও,
আমিও তো চাই,
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি।।
নতুন বছর নতুনেই
পূর্ণ হবে দুদিনেই
তুমি ফিরে তো আসবে না,
শেষ তো নেই চাওয়া পাওয়ার
কিচ্ছু নতুন নেই হওয়ার
আমি কোনো Resolution
রাখতেই চাই না।
মন তোমার ..
যদি চায় তবে দেখা করে যেও,
আমিও তো চাই,
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি।।
Photo Credit: Anupam Roy
Post a Comment