Eto Koshto Keno Valobashay Lyrics | এত কষ্ট কেন ভালবাসায় লিরিক্স
"Eto Koshto Keno Valobashay (এত কষ্ট কেন ভালবাসায়)"
গান কৃতজ্ঞতা:
Song: Eto Koshto Keno Valobashay (এত কষ্ট কেন ভালবাসায়)
Singer: Hasan (হাসান)
Lyrics: Prince Mahmud (প্রিন্স মাহমুদ)
Tune & Composition: Prince Mahmud (প্রিন্স মাহমুদ)
Album: Seshe Dekha (শেষে দেখা)
Band: Ark (আর্ক)
চারিদিকে উৎসব,
পরিপূর্ণ নিয়ন আলোয়।।
আমার এ পৃথিবী,
ঘিরে আসছে আঁধার কালোয়।।
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর,
একটু,একটু করে তোমায়।।
আজকে রাতেই তুমি অন্যের হবে,
ভাবতেই জলে চোখ ভিজে যায়৷।
হায়, হায়, হায়,
এত কষ্ট কেন ভালবাসায়?
কেন?
এত কষ্ট কেন ভালবাসায়?
বিশ্বাস যেখানে,
অবিশ্বাসের সুরে,
বেজে উঠেছে।।
থাকবে না আমার,
সে কথা বুঝতে যেন,
দেরি হয়েছে।।
নিমগ্ন ছিলাম,
তোমার ভালবাসার ইন্দ্রজালে।।
মানুষ আমি কেন তলিয়ে গেছি,
আমারই ভুলে।।
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর,
একটু,একটু করে তোমায়।।
আজকে রাতেই তুমি অন্যের হবে,
ভাবতেই জলে চোখ ভিজে যায়।।
হায়, হায়, হায়,
এত কষ্ট কেন ভালবাসায়?
কেন?
এত কষ্ট কেন ভালবাসায়?
চারিদিকে উৎসব,
পরিপূর্ণ নিয়ন আলোয়।।
আমার এ পৃথিবী,
ঘিরে আসছে আঁধার কালোয়।।
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর,
একটু,একটু করে তোমায়।।
আজকে রাতেই তুমি অন্যের হবে,
ভাবতেই জলে চোখ ভিজে যায়৷।
হায়, হায়, হায়,
এত কষ্ট কেন ভালবাসায়?
কেন?
এত কষ্ট কেন ভালবাসায়?
কেন?
এত কষ্ট কেন ভালবাসায়?
কেন?
এত কষ্ট কেন ভালবাসায়?
Photo Credit: Open Music
Post a Comment