Chup Kore Tui Lyrics | চুপ করে তুই লিরিক্স | Ei Ami Renu
"Chup Kore Tui (চুপ করে তুই)"
গান কৃতজ্ঞতা:
Song: Chup Kore Tui (চুপ করে তুই)
Singer: Monali Thakur & Ash King (মোনালী ঠাকুর ও অ্যাশ কিং)
Lyrics: Rana Mazumder (রানা মজুমদার)
Music Composition: Rana Mazumder (রানা মজুমদার)
Chup Kore Tui Lyrics (চুপ করে তুই লিরিক্স) In Bengali
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।
বলতে চেয়েছি, ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি,
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।।
এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই,
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায়।
আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।।
Photo Credit: SVF Music
Post a Comment