-->

Chol Choley Jaai Lyrics | চল চলে যাই লিরিক্স | Ei Ami Renu

Chol Choley Jaai Lyrics,চল চলে যাই লিরিক্স ,Ei Ami Renu songs lyrics,চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে,

 "Chol Choley Jaai (চল চলে যাই)"

গান কৃতজ্ঞতা:

Song: Chol Choley Jaai (চল চলে যাই)
Singer: Shreya Ghoshal & Arijit Singh (শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং)
Lyrics: Rana Mazumder (রানা মজুমদার)
Music Composition: 
Rana Mazumder (রানা মজুমদার)

Chol Choley Jaai Lyrics (চল চলে যাই লিরিক্স) In Bengali 

চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে। 

চল, চলে যাই,হুম, হুম হুম হুম 

চল চলে যাই
জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায় 
নে আপন করে। 

চল চলে যাই,
চল চলে যাই। 

তোর বিদগ্ধ মনে
মহা সিন্ধু হারায়,
তোর দু'চোখ জুড়ে
প্রেম অঝোরো ধারায়। 

চল চলে যাই
তিন ভূবনের পারে,
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে। 

চল চলে যাই,
চল চলে যাই
চলে যাই।

Chiro Odhora Lyrics is here

Photo Credit: SVF Music