Bypass E Lyrics | বাইপাসে লিরিক্স | Rishav Chakraborty
"Bypass E (বাইপাসে)"
গান কৃতজ্ঞতা:
Song: Bypass E (বাইপাসে)
Singer: Rishav Chakraborty (রিশাভ চক্রবর্তী)
Lyrics: Samiran Barui (সমীরন বাড়ুই)
Music Composition: Rishav Chakraborty (রিশাভ চক্রবর্তী)
Bypass E Lyrics (বাইপাসে লিরিক্স) In Bengali
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে- নজির নাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে- নজির নাম,
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
খুঁজছো তুমি
আমিও খুঁজছি একা,
খুঁজছো তুমি
আমিও খুঁজছি একা,
জানালার কাছে বারবার চাঁদ
ধাক্কা খেয়ে পড়ে যায় একা,
জানালার কাছে বারবার চাঁদ
ধাক্কা খেয়ে পড়ে যায় একা,
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
খেয়ালে আলাপ
বাঁধি সুতোর বাঁধনে,
আলগা হয়ে যায় গিঁট
অভাব যতনে।
ফুঁপিয়ে ওঠে মেঘ
জল জমে পাহাড়,
লুকিয়ে রাখা মুখ
কেমন এ আঁধার।
খেয়ালে আলাপ
বাঁধি সুতোর বাঁধনে,
আলগা হয়ে যায় গিঁট
অভাব যতনে।
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে- নজির নাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে- নজির নাম,
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
Photo Credit: Rishav Chakraborty
2 comments
পাশে থাকবেন সব সময়❤️