Bhuli Kemone Lyrics | ভুলি কেমনে লিরিক্স | Asha Bhosle
"Bhuli Kemone (ভুলি কেমনে)"
গান কৃতজ্ঞতা:
Song: Bhuli Kemone (ভুলি কেমনে)
Singer: Asha Bhosle (আশা ভোসলে)
Lyrics: Kazi Nazrul Islam (কাজী নজরুল ইসলাম)
Bhuli Kemone Lyrics (ভুলি কেমনে লিরিক্স) In Bengali
ভুলি কেমনে আজও যে মনে
বেদনা সনে রহিল আঁকা,
আজও সজনি দিনরজনী
সে বিনে গনি সকলি ফাঁকা,
ভুলি কেমনে।
আগে মন করলে চুরি
মর্মে শেষে হানলে ছুরি,
আগে মন করলে চুরি
মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা, এত যে ব্যথা
তবু যেন তা মধুতে মাখা,
ভুলি কেমনে।
চকোরী দেখলে চাঁদে
দূর হতে সই আজও কাঁদে,
চকোরী দেখলে চাঁদে
দূর হতে সই আজও কাঁদে,
আজও বাদলে, ঝুলন ঝুলে
তেমনি জলে চলে বলাকা,
ভুলি কেমনে।
বকুলের তলায় দোদুল
কাজলা মেয়ে কুড়ায় লো ফুল,
বকুলের তলায় দোদুল
কাজলা মেয়ে কুড়ায় লো ফুল,
চলে নাগরী, কাঁখে গাগরী
চরণ ভারী কোমর বাঁকা,
ভুলি কেমনে।
তরুরা রিক্তপাতা
আসলো লো তাই ফুল বারতা,
তরুরা রিক্তপাতা
আসলো লো তাই ফুল বারতা,
ফুলেরা বোলে, ধরেছে বলে
ভরেছে ফলে বিটপীশাখা,
ভুলি কেমনে।
ডালে তোর হানলে আঘাত
দিস রে কবি ফুল সওগাত,
ডালে তোর হানলে আঘাত
দিস রে কবি ফুল সওগাত,
ব্যাথা মুকুলে, অলি না ছুঁলে
বনে কি দুলে ফুল পতাকা,
ব্যাথা মুকুলে, অলি না ছুঁলে
বনে কি দুলে ফুল পতাকা।
ভুলি কেমনে আজও যে মনে
বেদনা সনে রহিল আঁকা,
ভুলি কেমনে।
Photo Credit: Gaaner Dali
Post a Comment