-->

Besh Toh Lyrics | বেশ তো লিরিক্স | Ei Ami Renu | Shreya Ghoshal

Besh Toh Lyrics,বেশ তো লিরিক্স, ei ami renu lyrics,shonali sokal roddur lyrics,বেশ তো, বেশ তো লিরিক্স,সোনালী সকাল রোদ্দুর লিরিক্স

Besh Toh Lyrics | বেশ তো লিরিক্স | Ei Ami Renu | Shreya Ghoshal

"Besh Toh (বেশ তো)"

গান কৃতজ্ঞতা:

Song: Besh Toh (বেশ তো)
Singer: Shreya Ghoshal (শ্রেয়া ঘোষাল)
Lyrics: Rana Mazumder (রানা মজুমদার)
Music Composition: 
Rana Mazumder (রানা মজুমদার)

Besh Toh Lyrics (বেশ তো লিরিক্স) In Bengali 

সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই, বেশ তো,
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই, বেশ তো। 

শিউলি ফুল, জল নুপুর
ভালোবাসার স্রোতে হারাবো দু'কূল
বেশ তো, বেশ তো। 

কত কথা গুছিয়ে রেখেছি মনে
তোকে পেলে বলে দেবো মন খুলে,
কথাগুলো আজ ওড়াবো হাওয়ায়
তুই শুনবি, আমি দেখবো,
বেশ তো, বেশ তো। 

সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই,
বেশ তো, বেশ তো। 

আজ মন নিষেধের ডানা মেলে 
তোকে সাথে নিয়ে যাবে রসাতলে,
তোর আগুনে আজ পোড়াব আমায়
ভালোবাসি আজ খুলে বলবো,
বেশ তো, বেশ তো। 

সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই, বেশ তো,
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই,
বেশ তো, বেশ তো। 

Chiro Odhora Lyrics is here

Photo Credit: SVF Music