-->

Abar Jonmo Nebo Lyrics | আবার জন্ম নেবো লিরিক্স | Dracula Sir

Abar Jonmo Nebo Lyrics,আবার জন্ম নেবো লিরিক্স,Dracula Sir song lyrics,কষ্ট পাবে জানি মেনে নিতে পারছিনা এই ঠোঁটের অভিমান, কান্না পাবে জানি

Abar Jonmo Nebo Lyrics | আবার জন্ম নেবো লিরিক্স | Dracula Sir

"Abar Jonmo Nebo (আবার জন্ম নেবো)"

গান কৃতজ্ঞতা:

Song: Abar Jonmo Nebo (আবার জন্ম নেবো)
Singer: Ishan Mitra (ঈশান মিত্র)
Lyrics: Saqi Banerjee (সাকী ব্যানার্জী)
Music Composition: 
Amit & Ishan (অমিত ও ঈশান)

Abar Jonmo Nebo Lyrics (আবার জন্ম নেবো লিরিক্স) In Bengali

কষ্ট পাবে জানি 
মেনে নিতে পারছিনা  
এই ঠোঁটের অভিমান,
কান্না পাবে জানি 
চলে যাওয়ার ফলক 
বলবে দূরত্বের বয়ান। 

শোনো আমি আবার জন্ম নেব 
হব সবার শেষে বাড়ি ফেরা 
তোমার জাতিস্বর, 
শোনো আমি আবার জন্ম নেব 
এই মুখের আদল বদলে গেলেও 
চিনবে গলার স্বর। 

তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো 
তুমি আমায় তখন দুঃখ হতে দাও,
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো 
তুমি আমার কেন দুঃখ হতে চাও?  

ডুবে যাওয়া নৌকা  সব 
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক। 
তুমি না হয় স্পষ্ট হও 
গল্প হয়েও কষ্ট হও,
ভীষণ তোমারি মতো। 

শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব 
শোনো আমি আবার জন্ম নেব
শোনো।

Purnota Lyrics is here

Photo Credit: SVF