-->

Tor Premete Ondho Lyrics (তোর প্রেমেতে অন্ধ লিরিক্স) | James | Shatta

tor premete ondho holam lyrics,tor premete ondho lyrics,james tor premete,tor premete ondho james,shatta movie song lyrics
Tor Premete Ondho Lyrics (তোর প্রেমেতে অন্ধ লিরিক্স) | James | Shatta

 "Tor Premete Ondho (তোর প্রেমেতে অন্ধ)"


গান কৃতজ্ঞতা:

Song: Tor Premete Ondho (তোর প্রেমেতে অন্ধ)
Singer: James (জেমস)
Lyrics: Shohani Hossain (সোহানী হোসেন)
Tune & Composition: Bappa Mazumder (বাপ্পা মজুমদার)

Tor Premete Ondho Lyrics (তোর প্রেমেতে অন্ধ লিরিক্স) In Bangla


তোর প্রেমেতে অন্ধ হলাম,
কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুঁজে বেড়াই,
সকাল, দুপুর, রাতে।।

তোর প্রেমেতে অন্ধ হলাম,
কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুঁজে বেড়াই,
সকাল, দুপুর, রাতে।।

আগুন জেনেও পুড়লাম আমি,
দিলাম তাতে ঝাঁপ।।
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,
ছিলো পুরোটাই পাপ।।

তোর প্রেমেতে অন্ধ হলাম,
কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুঁজে বেড়াই,
সকাল, দুপুর, রাতে।।

তোর কারনে ভুললাম আমি,
গোত্র, জাতি, কুল।।
কাঁটার সাথে করলাম সন্ধি,
পায়ে পিষে ফুল।।

কেমন করে সইবো আমি?
প্রেম আগুনের তাপ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,
ছিলো পুরোটাই পাপ।।

কেমন করে সইবো আমি?
প্রেম আগুনের তাপ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,
ছিলো পুরোটাই পাপ।।

পথ হারানো পথিক হলাম,
সব হারিয়ে নিঃস্ব।।
তোর আমার এই প্রেমের,
কি দাম দেবে বিশ্ব।।

প্রেমের নামে কিনলাম আমি,
নিঠুর অভিশাপ।।
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,
ছিলো পুরোটাই পাপ।।

প্রেমের নামে কিনলাম আমি,
নিঠুর অভিশাপ।।
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,
ছিলো পুরোটাই পাপ।।

তোর প্রেমেতে অন্ধ হলাম,
কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুঁজে বেড়াই,
সকাল, দুপুর, রাতে।।


Photo Credit: daekho