-->

Sei Tumi Lyrics (সেই তুমি লিরিক্স) | Ayub Bacchu | LRB | Ferari Mon

Sei Tumi lyrics,cholo bodle jai lyrics,ferari mon,ayub bacchu song lyrics,best lyrics of ayub bacchu
Sei Tumi Lyrics (সেই তুমি লিরিক্স) | Ayub Bacchu | LRB | Ferari Mon


"Sei Tumi (সেই তুমি)"

গান কৃতজ্ঞতা:

Song: Sei Tumi (সেই তুমি)
Singer: Ayub Bacchu (আইয়ুব বাচ্চু)
Tune & Composition: Ayub Bacchu (আইয়ুব বাচ্চু)
Album: Ferari Mon (ফেরারী মন)
Band: LRB (এলআরবি)

Sei Tumi Lyrics (সেই তুমি লিরিক্স) In Bangla

সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে,
চল বদলে যাই।।

তুমি কেন বোঝো না?
তোমাকে ছাড়া আমি অসহায়।।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।।

কত রাত আমি কেদেছি,
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূন্যতায় ডুবে গেছি আমি,
আমাকে তুমি ফিরিয়ে নাও।।

তুমি কেন বোঝো না?
তোমাকে ছাড়া আমি অসহায়।।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।।

যতবার ভেবেছি ভুলে যাবো,
তারও বেশি মনে পড়ে যায়,
ফেলে আশা সেই সব দিনগুলো,
ভুলে যেতে আমি পারি না।।

তুমি কেন বোঝো না?
তোমাকে ছাড়া আমি অসহায়।।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।।

সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে,
চল বদলে যাই।।

তুমি কেন বোঝো না?
তোমাকে ছাড়া আমি অসহায়।।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।।


Photo Credit: Gaan Bangla TV